পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আগামীকাল রবিবার (১০ নভেম্বর) সকাল ৮ টায় জশনে্ জুলুস র্যালী বের হবে। র্যালী চলাকালীন র্যালীর রুটে সাধারন যানবাহন চলাচল বন্ধ থাকবে।
আন্ জুমান-এ-রহ্ মানিয়া আহ্মদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর উদ্যোগে জশনে্ জুলুস র্যালী নগরীর বিবিরহাট সুন্নীয়া মাদ্রাসা হতে শুরু হয়ে মুরাদপুর-মির্জারপুল-কাতালগঞ্জ-অলিখাঁ-গুলজার-প্যারেড কর্ণার-সিরাজদৌলা রোড-দিদার মার্কেট-চন্দনপুরা-আন্দরকিল্লা-চেরাগী পাহাড় মোড়-জামাল খান-আসকার দিঘী-কাজীর দৈউরী-আলমাস-ওয়াসা মোড়-জিইসি-ষোল শহর ২নং গেইট-মুরাদপুর-বিবিরহাট হয়ে মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে শেষ হবে।
সুষ্ঠু যানবাহন চলাচল নিশ্চিত কল্পে সিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগ কর্তক গৃহীত ট্রাফিক ব্যবস্থা অনুযায়ী র্যালী চলাকালীন র্যালীর রুটে সাধারন যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এছাড়া নগরীর ১.আন্দরকিল্লা, ২.চেরাগী মোড় ৩.জামাল খান, ৪.নেভাল এভিনিউ, ৫.রেডিসন চত্বর, ৬.আলমাস মোড়ে ডাইভারশন দেওয়া হবে।
সিএমপি নগরবাসীদের জরুরী প্রয়োজন ব্যতিত এই সমস্ত রাস্তা যথাসম্ভব এড়িয়ে চলার জন্য অনুরোধ করেছে। এই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছে সিএমপি।
Leave a Reply