বিচ্ছেদ ইস্যুতে আলোচিত টালিউড অভিনেত্রী নুসরাত ও শ্রাবন্তী। দুজনেই আলাদা থাকছেন স্বামী থেকে। কিন্তু আইনি বিচ্ছেদ এখনও হয়নি তাদের। নিখিলের সঙ্গ ছেড়েছেন নুসরাত। সম্প্রতি মা হয়েছেন তিনি। অন্যদিকে রোশান সিংয়ের অ্যাপার্টমেন্ট ছেড়ে নিজের মতো থাকছেন শ্রাবন্তী।
এবার নিখিলের সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল শ্রাবন্তীর ছবি। এ নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে টালিপাড়ায়। অনেকে বলছেন, নিখিল-শ্রাবন্তীর নতুন সমীকরণ! আসলেই কি তাই?
যদিও টালিউডের সমীকরণ বোঝা মুশকিল। বান্ধবী নুসরাতের সাবেক স্বামী নিখিলের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলেছেন শ্রাবন্তী। যদিও এ সম্পর্ক ব্যক্তিগত না, পেশাগত।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিখিলের ফ্যাশন হাউজের মডেল হয়েছেন শ্রাবন্তী। কালো বেগুনি রঙের পোশাকে সাজিয়েছেন নিজেকে। খোলা চুল আর লিপস্টিকে বেশ সুন্দরী লাগছিল তাকে। তার মেকাপের দায়িত্বে ছিলেন সন্দীপ ঘোষাল। তিনিও নুসরাতের বন্ধু। এ জুটির বিয়েতে তুরস্কে গিয়েছিলেন সন্দীপও।
নুসরাত-শ্রাবন্তী বন্ধুত্বের কথা জানেন সকলেই। নিয়মিত ঘরোয়া পার্টিতে দেখা যায় তাদের। অন্তঃসত্ত্বা নুসরাতের সঙ্গে দেখা গিয়েছিল শ্রাবন্তীকেও। ফটোশুট প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নিখিল বলেন, ‘শ্রাবন্তী আমার ভালো বন্ধু। আমাদের পোশাকগুলো তার ভালো লেগেছিল। তাই ও শুট করেছে।’
সম্প্রতি মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন শ্রাবন্তী। তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে শর্ট ড্রেসে দেখা গেছে এ নায়িকাকে। যে সাদা শার্টে তিনি ছবি শেয়ার করেছেন তার পোশাকি নাম ‘বয়ফ্রেন্ড টি-শার্ট’। দেখতে ঢিলেঢালা, পরতেও বেশ আরামদায়ক। চোখে রোদচশমা আর গাঢ় লিপস্টিকে উজ্জ্বল তিনি।
একটি ছবিতে দেখা যায়, সামনে সাজানো অভিনেত্রীর পছন্দের সব খাবার। যেখানে তার খুব পছন্দের চিংড়ির একটি পদ দেখা যাচ্ছে। সেই ডিশের দিকেই তাকিয়ে নায়িকা। এ নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন শ্রাবন্তী। যদিও এসব তিনি গায়ে মাখেন না। দিব্যি চালিয়ে যাচ্ছেন নিজের কাজ।
এন-কে
Leave a Reply