হবু মায়েদের জন্য কারিনার বই

কারিনা কাপুর খান। বলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম। অভিনয়ের পাশাপাশি তার আরেকটি পরিচয় তিনি একজন মা। দুই সন্তানের জননী তিনি। সম্প্রতি তার একটি বই প্রকাশ পেয়েছে। বইটির নাম ‘কারিনা কাপুর খানের প্রেগনেন্সি বাইবেল’। বইটি মার্তৃত্বকালীন ব্যাক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লেখা।

বই নিয়ে কথা বলতে গিয়ে বলিউড ডিভা কারিনা বলেন, ‘এগুলো এমন বিষয়, যা নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন।’ বইটিতে ইচ্ছে করেই সেক্স এবং লিবিদো বিষয়টি এনেছেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি আন্তর্জাতিক দৈনিকের সাথে আড্ডায় এ কথা বলেন অভিনেত্রী। এছাড়া গর্ভাবস্থায় মেজাজ পরিবর্তন, ওজন বৃদ্ধি, সি-সেকশন, সারোগেসিসহ বিভিন্ন বিষয়ে বিশদ লিখেছেন কারিনা। যেকারণে বইটি হবু মায়েদের জন্য গাইড হিসাবে কাজ করবে বলেও মনে করছেন বলিউডের এই নায়িকা।

তিনি বলেন, এসব বিষয়ে সামাজিক ট্যাবু ভাঙা প্রয়োজন, যেকারণে ইচ্ছে করেই বিষয়গুলো বইয়ে এনেছি।

তারমতে, সবার কাছেই গর্ভাবস্থা খুবই সাধারণ, তাহলে এটাকে কেন পর্দার আড়ালে লুকোনোর চেষ্টা?

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *