বিরাট কোহলিকে পাগলের মতো ভালোবাসতেন এই অভিনেত্রী

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে একসময় পাগলের মতো ভালোবাসতেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। নিজ মুখেই ভারতের সংবাদমাধ্যমগুলোকে এ কথা জানিয়েছেন তিনি। তা ছাড়া ভাইয়ের কারণেই তার ক্রিকেট ভক্তি আর টিম ইন্ডিয়ার জন্য মাঠে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার করা হয় বলে জানিয়েছেন ম্রুণাল।

তেলুগু ছবি ‘জার্সি’র হিন্দি রিমেকে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর। একই নামের হিন্দি ছবিতে তার নায়ক শাহিদ কাপুর। ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করছেন ‘কবীর সিং’। ওই ছবির প্রসঙ্গেই ম্রুণাল এসব কথা বলেন।

তিনি বলেন, একটা সময় বিরাট কোহলিকে পাগলের মতো ভালোবাসতাম। আমার ভাই তার ভক্ত। ভাইয়ের কারণে ক্রিকেট দেখতে শুরু করি। পাঁচ বছর আগে স্টেডিয়ামে বসে ম্যাচ দেখেছি। মনে আছে, সেদিন নীল জার্সি পরে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটিয়েছিলাম। আর আজ আমিই একটা ক্রিকেট নিয়ে ছবির অংশ। এটা একটা দারুণ কাকতালীয় ব্যাপার।

‘জার্সি’টি ছবিটির পরিচালনা করছেন গৌতম তিন্নানউরি। গত বছর আগস্টে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনার কারণে তা পিছিয়ে যায়।

চলতি বছর দীপাবলিতে ‘জার্সি’র মুক্তির কথা ভেবেছেন নির্মাতারা। জার্সি ছাড়াও একাধিক ছবি হাতে রয়েছে ম্রুণালের। পরেশ রাওয়াল, শরমন জোশী ও অভিমন্যু দাসানির সঙ্গে ‘আঁখ মিচোলি’তে দেখা যাবে তাকে।

এ ছাড়া তামিল ছবি ‘ঠাদাম’-র হিন্দি সংস্করণে আদিত্য রয় কাপুরের নায়িকা হচ্ছেন ম্রুণাল। ছবিতে পুলিস অফিসারের ভূমিকায় থাকবেন।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *