ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গতকাল বিকাল থেকে বন্ধ থাকার ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।
রোববার (১০ নভেম্বর) সকাল ৭টার পর থেকে চট্টগ্রাম বিমানবন্দরের ফ্লাইট চালু হয়। এর আগে শনিবার (৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
শাহ আমানত বিমানবন্দরের তথ্য কর্মকর্তা আবু হানিফা গণমাধ্যমে জানান, সকাল থেকে বিমানবন্দর চালু হয়েছে। ৯টা থেকে শিডিউল অনুযায়ী ফ্লাইট ওঠা-নামা শুরু হয়।
Leave a Reply