মুখোমুখি ম্যানসিটি-লেস্টার সিটি, আর্সেনালের প্রতিপক্ষ নরউইচ সিটি

আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও আর্সেনাল। ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে লেস্টার সিটি। শনিবার (১১ সেপ্টেম্বর) লেস্টারশ্যায়ারে এই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়। একই সময় লন্ডনে আর্সেনালের মুখোমুখি হবে নরউইচ সিটি। এ ছাড়া স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে লড়বে অ্যাস্টন ভিলা। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।

ইউরোপ ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ব্যস্ততার পর আবারও মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগের জমজমাট লড়াই। লেস্টারশ্যায়ারে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে লেস্টার সিটি। টটেনহ্যামের কাছে হেরে মৌসুম শুরু করলেও, এরপর নরউইচ সিটি ও আর্সেনালকে হারিয়ে কিছুটা স্বস্তি ফিরে পায় সিটিজেনরা।

তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় নবম স্থানে লেস্টার সিটি। সবশেষ ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়ায় বেশ আত্মবিশ্বাসী পেপ গার্দিওলার দল। এবারও জয়ের ধারা ধরে রাখতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা।

কাগজে কলমে কিংবা শক্তিমত্তার বিচারে লেস্টারের চেয়ে বেশ খানিকটা এগিয়ে ম্যানচেস্টার সিটি। পরিসংখ্যান বলছে দুদলের ৮৬ বারের মুখোমুখি লড়াইয়ে সিটিজেনদের ৪০ জয়ের বিপরীতে ২৮ জয় লেস্টারের। এদিকে নিষেধাজ্ঞার কারণে এডারসন-জেসুসের সার্ভিস মিস করবে ম্যানসিটি শিবির। তারপর দারুণ ছন্দে থাকা রাহিম স্টার্লিং- গ্রিলিশ- গুন্ডোয়ানদের ওপর আস্থা রেখেছেন গার্দিওলা।

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেন, ‌’মৌসুমের শুরুটা তেমন ভালো না হলেও, এরপর ছন্দে ফিরেছে ফুটবলাররা। দলে তেমন ইনজুরি সমস্যা নেই। তারপরও পরিকল্পনা মাফিক খেলতে পারলে পজিটিভ ফল আসবে।‌’

আরেক ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে লড়বে অ্যাস্টন ভিলা। লিগে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি চেলসি। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে ব্লুরা। আর সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে অ্যাস্টন ভিলা। যদিও সবশেষ ম্যাচে লিভারপুলের সঙ্গে ড্র করে হোঁচট খায় থমাস টুখেলের দল।

পরিসংখ্যান বলছে,,দুদলের ১৪৫ বারের দেখায় চেলসির ৬০ জয়ের বিপরীতে অ্যাস্টন ভিলার জয় ৫২টি।

এদিকে ইনজুরির কারণে মাঠে নামতে পারছেন না কন্তে-ক্রিস্টিয়ান পুলিসিক। তবে লুকাকু দলে ফেরায় চাঙা চেলসি শিবির। সেই সাথে কাই হাভার্টজ- মাউন্টরা জ্বলে উঠতে শতভাগ প্রস্তুত।

চেলসির কোচ থমাস টুখেল জানান, ‌’আন্তর্জাতিক ব্যস্ততা শেষে ফুটবলাররা দলে ফিরে প্রস্তুতি সেরে নিয়েছে। লুকাকু- হাভার্টজরা ছক অনুযায়ী সেরাটা দেয়ার জন্য মুখিয়ে আছে। পূর্ণ তিন পয়েন্টের জন্যই মাঠে নামবে দল।‌’

এদিকে লন্ডনে আর্সেনালের মুখোমুখি হবে নরউইচ সিটি। দু‌’দলই এখন পর্যন্ত লিগে কোনো জয় পায়নি। তাই টেবিলের তলানিতে রয়েছে তারা। গেল ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় গানারদের।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *