সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন জনপ্রিয় তেলুগু অভিনেতা সাই ধরম তেজ।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) হায়দরাবাদের দুর্গমচেরুভু এলাকায় দুর্ঘটনার মুখে পড়েন তিনি। দুমড় মুচড়ে গেছে তার স্পোর্টস বাইকটি।
অতিরিক্ত গতিতে বাইক চালাতে গিয়ে বিপাকে পড়েছেন এ অভিনেতা। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তিনি। দুর্ঘটনাস্থলেই জ্ঞান হারান সাই। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।
দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে দক্ষিণ ভারতের এ জনপ্রিয় তারকাকে। খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন তার সহকর্মীরা। দক্ষিণী তারকা চিরঞ্জীবী, আল্লু অরবিন্দ, পবন কল্যাণের দেখা গেছে হাসপাতালে।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে উল্লেখ করেছে, রাস্তায় বেশ কাদা থাকায় সাইয়ের বাইকের চাকা পিছলে যায়। বাইকের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।
হাসপাতাল সূত্রের খবর, আপাতত ভালোই সাড়া দিচ্ছেন সাই। জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে আছেন তিনি। তার ব্রেন, স্পাইন অথবা অন্য কোনো অঙের তেমন ক্ষতি হয়নি। আপাতত তার কোনো অস্ত্রোপচারের দরকার নেই।
অভিনেতার টিমের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, সাই সুস্থ আছেন। দ্রুত সেরে উঠছেন তিনি। চিন্তার কোনো কারণ নেই।
এন-কে
Leave a Reply