চট্টগ্রামের রাউজানে রাজস্ব বাজেটের আওতায় ২৪টি পুকুরে ৩৫১ কেজি মাছেরর পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে রাউজান পিংক সিটির পুকুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়।
সি. উপজেলা মৎস্য কর্মর্তা পিযুষ প্রভাকরের সভাপতিত্বে ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় পোনা অবমুক্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ,পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, জেলা মৎস্য দপ্তরের উপপ্রকল্প পরিচালক অধীর চন্দ্র দাশ, সাস্টেইনএবল কোস্টাল একুয়াকালচার প্রকল্পেরর সহকারি পরিচালক মোঃ মাহমুদুল ইসলাম সেতু, জেলা মৎস্য দপ্তরেরর উপসহকারি পরিচালক মাইসুরা ইয়াসমিন, পিআইও নিয়াজ মোর্শেদ, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন।
Leave a Reply