লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ঢাকার মানবপাচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি এ অভিযোগপত্রটি আদালতে দাখিল করা হয়েছে।
পেশকার বলেন, অভিযোগপত্রে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আছলাম আলী ৪১ জনকে অভিযুক্ত ও পাঁচজনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন। এ ছাড়া আদালত সেই অভিযোগপত্র গ্রহণ করে পাঁচ আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।
অভিযোগপত্রের ৪১ জন হলেন- তানজিদ ওরফে তানজিমূল ওরফে তানজিরুল (৩৬), জোবর আলী (৬২), জাফর মিয়া (৩৮), স্বপন মিয়া (২৯), মিন্টু মিয়া (৪১), শাহিন বাবু (৪৫), আলী হোসেন (৩৭), আমির হোসেন (৫৫), নজরুল মোল্লা (৪৩), আ. রব মোড়ল (৪০), সজীব মিয়া (২৫), মুন্নী আক্তার রূপসী (২০), রবিউল মিয়া (৪২), রুবেল শেখ (৩৬), আসুদুল জামান (৩৪), বাহারুল আলম (৬৭), নাজমুল হাসান (২৫), হেলাল মিয়া (৪২), কামালউদ্দিন (৫২), কামাল হোসেন (৪০), রাশিদা বেগম (৪২), নুর হোসেন শেখ (৫৫), ইমাম হোসেন শেখ (৩৫), আকবর হোসেন শেখ (৩২), বুলু বেগম (৩৮), জুলহাস সরদার (৪৫), দিনা বেগম (২৫), শাহাদাত হোসাইন (৩০), জাহিদুল আলম (৪২), জাকির মাতুব্বর (৬০), লিয়াকত আলী শেখ (৫০), নাসির বয়াতী (২৫), রেজাউল বয়াতী (৩৮), হাজী শহীদ মিয়া (৬৩), খবির উদ্দিন (৪৭), পারভেজ হাসান (৪৫), কামছার মুন্সি (৩৫), মাহাবুব মুন্সি (৫৩), পারভেজ আহমেদ (৩৩), নজরুল ইসলাম সুমন (৩৮) ও কাউসার (৪০)।
অব্যাহতিপ্রাপ্ত পাঁচজন হলেন- শেখ মো. মাহাবুবুর রহমান (৪৯), শেখ সাহিদুর রহমান (৪০), সাদ্দাম (২৬), কুদ্দুস বয়াতি (২৭) ও লালন (৩০)।
নথি থেকে জানা যায়, গত বছরের ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত হন। এ ছাড়া আহত হন আরও ১২ জন।
এই ঘটনায় ৩৮ জনকে আসামি করে গত ২ বছরের জুন রাজধানীর পল্টন থানায় মামলা করে সিআইডি।
এন-কে
Leave a Reply