সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত একব্যক্তি (৪০) নিহত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭ টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মেলিটারী একাডেমী গেইট সংলগ্ন এলাকার এঘটনা ঘটে। খবর পেয়ে রেল পুলিশ লাশটি উদ্ধার করে। জানা যায়, সকালে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি ভাটিয়ারী অতিক্রম করার সময় ঔই ব্যাক্তি রেললাইন পার হওয়ার সময় ধাক্কায় গুরুতর আহত হয়, এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্লাটফর্মে রাখার পর তার মৃত্যু হয়।

এব্যাপারে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জহিরুল ইসলাম বলেন, এক ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়। আমরা লাশটির সুরতহাল রির্পোট করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করি। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *