চলাচলে কিছুটা স্বাধীনতা পেলেন সিংগাপুরের প্রবাসী শ্রমিকরা

চলাচলে কিছুটা স্বাধীনতা পেলেন সিংগাপুরের প্রবাসী শ্রমিকরা

বুধবার সিঙ্গাপুরের ভারতীয় অধ্যূষিত এলাকা লিটল ইন্ডিয়া অর্থাৎ বিদেশের মাটিতে নিজ আবাসস্থলে ফিরেছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের একটি দল।

কোভড সংক্রমণের কারণে যারা গেল এক বছর ধরে ডরমেটরিতে প্রায় বন্দি অবস্থায় ছিলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমতে থাকায় সিঙ্গাপুর সরকার পরীক্ষামূলকভাবে তাদের এই স্বাধীনতা দিয়েছে।

যদি সংক্রমণ না বাড়ে তাহলে লিটল ইন্ডিয়ায় নিজস্ব কমিউনিটিতে থেকে যেতে পারবেন তারা।

পরীক্ষামূলকভাবে নিজ এলাকায় পাঠানোর আগে তাদের কোভিডের ডাবল ডোজ টিকা দেয়া হয়েছে।

এদিকে এই সফরে যাওয়ার আগে মন্দিরে প্রার্থণা করেন এই শ্রমিকরা। তারা জানান, সংক্রমণ যাতে আর না হয় এবং শিগগিরই তারা যাতে ‘বন্দিদশা’ থেকে মুক্তি পান, সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থণাই করছেন।

গত বছরের এপ্রিলে সিঙ্গাপুরের শ্রমিক অধ্যূষিত এলাকায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে, দক্ষিণ এশিয়ার হাজার হাজার শ্রমিকের চলাচলে বিধি-নিষেধ আরোপ করে দেশটির সরকার।

এরপর থেকেই তারা একটি নির্দিষ্ট ডর্মিটরিতে প্রায় বন্দি জীবন কাটাচ্ছেন। তাদের মধ্যেই সৌভাগ্যবান কয়েকজনের এই দলটি স্বাধীনভাবে চলাচলের সুযোগ পেলেন। এর ফল ভালো হলে বাকিরাও এই স্বাধীনতা পাবেন।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *