“”সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম অন্যতম প্রধান চালিকাশক্তি” সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী

আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের পর গণমাধ্যমকে একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় ; কারণ রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা, জনগণের আকাঙ্খা-দুর্দশা, বিভিন্ন ধরণের দুর্নীতি-অনিয়মের চিত্র জাতির সামনে সার্থকভাবে উপস্থাপন করতে পারে গণমাধ্যম। এসব কারণে সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই জাতির এ গুরুত্বপূর্ণ অঙ্গকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে যেতে হবে।

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আরো বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সকল জাতীয় সংগ্রামে সংবাদপত্রসহ বিভিন্ন গণমাধ্যমগুলো তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। জাতীয় ঐক্য গড়ে তোলা ও জনমত সৃষ্টিতে গণমাধ্যম কার্যকরী শক্তি হিসেবে কাজ করে। গণতন্ত্রকে সুসংহত করতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।তবে সাম্প্রতিক সময়ে কিছু তথাকথিত গণমাধ্যমের দায়িত্বহীন, অপেশাদারি ও ব্যবসায়িক স্বার্থমুখী ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এ ধরণের প্রবণতা গণমাধ্যমের প্রতি মানুষের আস্থাহীনতা সৃষ্টি করছে।

সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের জন্য ফটিকছড়ির সাংবাদিকবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন এবং আগামী দিনগুলোতেও এ অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *