আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সাহারা অঞ্চলভিত্তিক শাখার (আইএসজিএস) প্রধান নিহত হয়েছেন। ফরাসি সেনাবাহিনীর চালানো এক অভিযানে তাকে হত্যা করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) এ হত্যার খবর নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।
নিহত আইএস নেতার নাম আদনান আবু ওয়াহিদ আল–সাহারাবি। টুইটারে একটি পোস্টে তিনি জানিয়েছেন, সাহেল অঞ্চলে সন্ত্রাসী দলগুলোর বিরুদ্ধে লড়াইয়ে এটা আমাদের আরেকটি বড় সাফল্য।
তবে ফরাসি সেনাবাহিনীর চালানো এই অভিযান সম্পর্কে তিনি আর বেশি কিছু জানাননি।
২০১৭ সালে পশ্চিম আফ্রিকার নাইজারে এক সন্ত্রাসী হামলায় চার মার্কিন সেনা নিহত হন। ওই ঘটনায় মৃত্যু হয় নাইজারের আরও চার সেনার। এর পর থেকেই সাহারাবি যুক্তরাষ্ট্রের নজরদারিতে ছিল।
২০২০ সালে ফ্রান্সের ছয় দাতব্যকর্মী হত্যার পেছনেও হাত ছিল এই আইএস নেতার।
এন-কে
Leave a Reply