বৈঠাহাতে ঘাট ছেড়ে রাস্তায় তিন শতাধিক সাম্পান মাঝি

ইছানগর বাংলাবাজার সাম্পান ঘাটে চলমান ধর্মঘটের পঞ্চম দিনে বৈঠাহাতে মানববন্ধন করেছেন সাম্পান মাঝিরা। কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের আয়োজনে ১৬ সেপ্টেম্বর ২০২১ সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন,চট্টগ্রামের আড়াইহাজার বছরের ঐতিহ্যবাহী সাম্পান কর্ণফুলী থেকে চিরতরে বিলুপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গত পাঁচ দিন ধরে নিজেদের ন্যায্য দাবিতে ইছানগর-বাংলাবাজার ঘাটে ধর্মঘট করছেন তিনশতাধিক সম্পানমাঝি। মাঝিদের ন্যায্যদাবীর তোয়াক্কা না করে কর্ণফুলী ছাড়ার পরামর্শ দিয়েছেন ভূসম্পদ কর্মকর্তা জসীম উদ্দিন। যে কারনে মাঝিরা বৈঠাহাতে ঘাট ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে।

পাটনিজীবি নীতিমালা ২০০৩ ও উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী একজন সাম্পান মাঝি ঘাটে থাকলেও তাকে ঘাঁট ইযারা দিতে হবে। কিন্তু সিটি কর্পোরেশন মাঝিদের ঘাট ইজারা না দিয়ে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তির মাধ্যমে গত পাঁচ মাস ধরে দুই টাকার পরিবর্তে পাঁচ টাকা টোল আদায় ও চাঁদাবাজি করে আসছে।অতিরিক্ত ভাড়া আদায়ের কারনে যাত্রীরা উপজেলা কর্ণফুলী উপজেলা ইউএনও এর কাছে অভিযোগ করলে গত ১২/০৮/২০২১ তারিখ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) এসে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের পরিবর্তে গরীব ইছানগর বাংলাবাজার ঘাটের মাজিদের ৫০০০ টাকা জরিমানা করে এবং এই অবস্থা চলতে থাকলে আগামীতে অভিযান চালিয়ে জরিমানা ও জেল প্রদান করা হবে বলে নির্দেশ প্রদান করে। যে কারনে মাঝিরা নিরুপায় হয়ে গত ১২ সেপ্টেম্বর থেকে ঘাট বন্ধ করে লাগাতার ধর্মঘট শুরু করে। ধর্মঘট চলাকালে মাঝিরা চসিকের প্রধান রাজস্ব কর্মকতা ও ভূসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তারা ঘাটে সাম্পানের পরিবর্তে ইঞ্জিন চালিত বোট চলবে জানিয়ে সাম্পান মাঝিদের ঘাট ছেড়ে যাওয়ার পরামর্শ দেন।

মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন কর্ণফুলী গবেষক প্রফেসর ড. ইদ্রিস আলী, সাংবাদিক আলীউর রহমান, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সভাপতি এস এম পেয়ার আলী, সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ, সহ সভাপতি লোকমান দয়াল, সদস্য মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ জসীম প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *