অবশেষে আগামী ১৭ থেকে ২০ অক্টোবরের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি)খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্ত সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে।তিনি বলেন, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালের এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেটে এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক ২৭ সেপ্টেম্বরের মধ্যে চবির সকল শিক্ষার্থীদের করোনা টিকার জন্য নিবন্ধনের চেষ্টা চলছে। নিবন্ধনকৃত শিক্ষার্থীদের যদি অন্তত এক ডোজ টিকা দেওয়া সম্ভব হয় তাহলে ১৭ থেকে ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।
চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। বাকিদের যদি আগামী মাসের ১৭ তারিখের মধ্যে অন্তত এক ডোজ টিকা দেওয়া সম্ভব হয় তাহলে আগামী মাসেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।উল্লেখ্য যে, আবাসিক হল বন্ধ রেখে স্বাস্থ্যবিধি মেনে ১৬ অগাস্ট থেকে সশরীরে বিভিন্ন বর্ষের ফাইনাল পরীক্ষা নেওয়া শুরু করেছে বিভাগগুলো।
Leave a Reply