আজ বাংলাদেশ-ভারত ফাইনাল

ভারত সফরের আগে নানা নাটকীয়তার অবসানের পর এবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও অপেক্ষা করছে রোমাঞ্চ। ১-১’এ সমতায় থাকা বাংলাদেশ ও স্বাগতিক ভারত মরিয়া শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়া।

এর আগে দু’দল কখনোই আন্তর্জাতিক টি২০’তে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি।

আগেরগুলোতে ছিল টি২০ বিশ্বকাপ, এশিয়া কাপ ও নিদাহাস ট্রফি। শক্তি ও অভিজ্ঞতায় ভারত এগিয়ে থাকলেও দুই দেশের মধ্যকার সর্বপ্রথম টি২০ সিরিজ নিজেদের করে নিতে চাইবে টাইগাররা।

রোববারের বিগ ম্যাচকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড। দিল্লীতে প্রথম টি২০’তে পিচ স্পিনারদের সাহায্য করলেও রাজকোটে দ্বিতীয় টি২০ ম্যাচের পিচ ছিল ব্যাটসম্যানদের স্বর্গ। শেষ ম্যাচে আবারও স্পিনাররাই পার্থক্য গড়ে দিতে পারেন। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও থাকছে মন্থর গতির পিচ। আর তাই এই ম্যাচেও ‘মহাগুরুত্বপূর্ণ’ হতে যাচ্ছে টস।

প্রথম ম্যাচে পিচের সুবিধা কাজে লাগিয়ে ভারতকে ৭ উইকেটে হারিয়ে চমক দেখায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে পরের ম্যাচে পর্যাপ্ত রান না করতে পারায় হেরে যায় বাংলাদেশ। ভারতের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে চড়ে সমতা আনে স্বাগতিকরা।

শেষ ম্যাচে একটি পরিবর্তনের আভাস ভারতের। দুই ম্যাচে ৮১ রান দেওয়া পেসার খলিল আহমেদকে থাকতে হচ্ছে সাইডবেঞ্চে। তার জায়গায় খেলার জোর সম্ভাবনা আরেক পেসার শার্দুল ঠাকুরের।

বাংলাদেশ দলেও আসতে পারে পরিবর্তন। আগের দুই ম্যাচে মূল স্পিনার ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। দুই ম্যাচে চার উইকেট নিয়ে ছড়িয়েছেন আলোও। তার সঙ্গী হতে পারেন দুই বাঁহাতি স্পিনার আরাফাত সানী ও তাইজুল ইসলামের একজন। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শফিউল ইসলাম।

সম্ভাব্য একাদশ-

ভারতঃ রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ের, রিশব পান্ত (উইকেট-রক্ষক), শিবম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুযবেন্দ্র চাহাল

বাংলাদেশঃ লিটন দাস, মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম/আরাফাত সানী, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *