ভিডিও বার্তায় বিরোধের খবর অস্বীকার বারাদারের

ভিডিও বার্তায় বিরোধের খবর অস্বীকার বারাদারের

তালেবানের মধ্যে বিরোধের খবর অস্বীকার করেছেন গোষ্ঠীটির সহপ্রতিষ্ঠাতা আবদুল ঘানি বারাদার। তালেবানের মধ্যকার বিরোধে তার নিহতের গুজব ছড়ানোর মধ্যেই তিনি বুধবার একটি ভিডিও বার্তা প্রকাশ করেন এবং তিনি ভালো আছেন বলে জানান। খবর রয়টার্স ও বিবিসির

পাকিস্তানের সীমান্তে মিত্র হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে সংঘর্ষে তালেবানের শীর্ষ নেতা ও আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী মোল্লাহ আবদুল ঘানি বারাদারের মৃত্যুর খবরটি ছিল স্রেফ গুজব। বুধবার অনলাইনে পোস্ট করা এই সাক্ষাত্কারে তিনি সংগঠনের অভ্যন্তরীণ সংঘাতে তার হতাহত হওয়ার খবর অস্বীকার করেছেন। রাষ্ট্রীয় টিভিকে সাক্ষাত্কার দিয়েছেন বারাদার। তার এই সাক্ষাত্কার টুইটারে পোস্ট করেছে দোহাভিত্তিক তালেবানের রাজনৈতিক কার্যালয়। সংগঠনের ভেতরে প্রতিপক্ষের সঙ্গে সংঘাতে হতাহত হওয়ার খবর প্রসঙ্গে সাক্ষাত্কারে বারাদার বলেন, ‘না, এটা সত্য নয়। আমি ঠিক আছি। ভালো আছি।’ বারাদার বলেন, ‘গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে তালেবানের ভেতরে বিরোধ আছে। কিন্তু আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। এসংক্রান্ত খবর সত্য নয়। এ নিয়ে চিন্তার কিছু নেই।’

তালেবান সূত্রের বরাত দিয়ে বিবিসি সম্প্রতি জানিয়েছিল, নতুন অন্তর্বর্তী সরকারের পদ-পদবি নিয়ে বারাদারের সঙ্গে মন্ত্রিসভার সদস্য ও হাক্কানি নেটওয়ার্কের প্রভাবশালী নেতা খলিল উর-রহমান হাক্কানির তুমুল বিবাদ হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বারাদার কাবুল ছেড়ে কান্দাহারে চলে যান। বারাদারের নিহত হওয়ার খবর আগেই নাকচ করে তালেবান। তাছাড়া এ খবর যে ভিত্তিহীন, তা প্রমাণ করতে আগে বারাদারের একটি অডিও বার্তা প্রকাশ করেছিল তালেবান।

এদিকে যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকায় থাকা তালেবান আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের দূত দেবোরাহ লিওনস। গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানভিত্তিক মিডিয়া ডন। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন গতকাল বৃহস্পতিবার টুইটারে এক বিবৃতিতে জানান, আফগান জনগণের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে কাবুলে নিযুক্ত জাতিসংঘ মিশনের প্রধান দেবোরাহ লিওনস ও সিরাজউদ্দিন হাক্কানির মধ্যে বৈঠক হয়।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *