চট্টগ্রাম টানা দ্বিতীয় দিন মৃত্যুহীন, শনাক্ত ৬৩

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৯ এবং উপজেলা পর্যায়ে ৩৪ জন। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয় নি।

শনিবার (১৮ সেপ্টেম্বর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের বারো ল্যাব এবং কক্সবাজারে ১৭১৮ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৩ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১ হাজার ২৩৫ জন। এর মধ্যে নগরে ৭৩,৩৫৭ জন এবং উপজেলা পর্যায়ে ২৭,৮৭৮ জন।

তিনি বলেন, গতকাল শুক্রবার বিআইটিআইডিতে ৭৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২১৬ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৪১৮ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৫ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। ইপিক হেলথ কেয়ারে ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনে শনাক্ত হয়েছে এবং ল্যাব এইডে ৬ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এবং আরটিএলে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী ৭ জন, আনোয়ারা ১ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ১ জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ১ জন, ফটিকছড়ি ৩ জন, হাটহাজারী ১৪ জন, সীতাকুণ্ড ৩ জন, মিরসরাই ২ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২৭৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭০৬ এবং উপজেলায় ৫৭৩ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *