মিরসরাইয়ে কার্ভাডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মিরসরাইয়ে কার্ভাডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে দ্রুতগতির একটি কার্ভাডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা ফেনী থেকে মিরসরাই আসছিল। এ সময়ে কার্ভাডভ্যানটি সুজুকি ঝিক্সার ব্র্যান্ডের মোটরসাইকেল (চট্ট মেট্রো-ল-১৩-৩৫৪১)টিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় খান সিটি সেন্টারের সামনে চট্টগ্রামমুখী অংশে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম অপু (২৫) ও একই উপজেলার উত্তর মনদিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬) নিহত হন।

এদের মধ্যে আরিফুল ইসলামকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাইফুল ইসলামকে কমফোর্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হলে সেখানে তিনি মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় মহাসড়কের খান সিটি সেন্টারের সামনে চট্টগ্রামমুখী অংশে দ্রুত গতির অজ্ঞাত একটি কার্ভাডভ্যান সুজুকি ঝিক্সার ব্র্যান্ডের একটি মোটরসাইকেলকে (চট্ট মেট্রো-ল-১৩-৩৫৪১) ধাক্কা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলে আরিফুল ইসলাম ও চমেক নেওয়ার পথে মো. সাইফুল ইসলাম মারা যান।

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। আরিফুল ইসলামের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সাইফুল ইসলামের লাশ চমেক থেকে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *