চট্টগ্রাম শহর থেকে ট্রাক যোগে রাঙামাটিতে ফেনসিডিল ও গাঁজা পাচারকালে তিন যুবককে আটক করেছেন রাউজান থানার পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের রাউজান গহিরা শান্তিরদ্বীপ এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজা ভর্তি ট্রাকসহ তিন যুবককে আটক করে।
এসময় ট্রাকটি তল্লাশি করে ১০টি প্যাকেট মোড়ানো ২২০ বোতল ফেনসিডিল ও ৪টি প্যাকেট মোড়ানো তিন কেজি ৬শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কেশুয়া ইউনিয়নের সৈয়দ বাজার এলাকার যুইগ্যার বাড়ি মৃত মোক্তার আহম্মদের ছেলে জয়নাল আবেদী প্রকাশ বাবুল (২০), রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঠান্ডাছড়ি এলাকার মৃত নুরুল আলমের ছেলে শাহ্ আলম (২৫), একই ইউনিয়নের টিলাপাড়া বাঁশঘাটা এলাকার মাসুদ আলমের ছেলে শাহ্জাহান (২২)। পাচারকারী জয়নাল জানায়, এসব ফেন্সিডিল ও গাঁজা ট্রাক যোগে রাঙামাটি নিয়ে যাচ্ছিল। এবিষয়ে রাউজান থানার ওসি আব্দুল্লাহ্ আল্ হারুন সাংবাদিকদের জানায়, চট্টগ্রাম শহর থেকে একটি ট্রাক( চট্টগ্রাম-ট ১১৫৬৫৬) যোগে পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটিতে নিয়ে যাচ্ছিল এসব মাদক। খবর পেয়ে জুমার নামাজের সময় তিনজনকে রাউজানের গহিরা শান্তিরদ্বীপ এলাকা থেকে অাটক করা হয়। পরে ট্রাক তল্লাশী করে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর শনিবার অাটক অাসামীদের মাদক দ্রব্য মামলায় অাদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply