অর্ধশত শনাক্তের দিনে চট্টগ্রামে জোড়া মৃত্যু

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩০ এবং উপজেলা পর্যায়ে ২০ জন। একই সময়ে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের বারো ল্যাব এবং কক্সবাজারে ১৬৮১ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫০ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ১ হাজার ২৮৫ জন। এর মধ্যে নগরে ৭৩,৩৮৭ জন এবং উপজেলা পর্যায়ে ২৭,৮৯৮ জন।

তিনি বলেন, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৭৫ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ৫ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এন্টিজেন টেস্টে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৫৭৫ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। ইপিক হেলথ কেয়ারে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনে শনাক্ত হয়েছে এবং ল্যাব এইডে ২ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এবং ইমপেরিয়াল হাসপাতাল নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী ১ জন, আনোয়ারা ২ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ২ জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ৬ জন, রাউজান ৬ জন, ফটিকছড়ি ০ জন, হাটহাজারী ১ জন, সীতাকুণ্ড ১ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২৮১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭০৮ এবং উপজেলায় ৫৭৩ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *