চ্যাম্পিয়ন্স লিগের বিরতি কাটিয়ে লিগ ওয়ানে মাঠে নামার অপেক্ষায় মেসির প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রতিপক্ষ অলিম্পিক লিঁও। পার্ক দে প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১টায়। এদিকে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
চ্যাম্পিয়ন্স লিগে ব্রুগার বিপক্ষে ড্র ছিল অপ্রত্যাশিত। ম্যাচটা এমনভাবে শেষ হবে তা হয়তো ভাবেনি প্যারিস সেইন্ট জার্মেই। এবার তারা ফিরছে লিগ ওয়ানের ম্যাচে। যেখানে প্রতিপক্ষ অলিম্পিক লিঁও।
পাঁচ ম্যাচের সব ক’টিতেই জিতে টেবিলের শীর্ষে আছে পিএসজি। লিঁও-র বিপক্ষে পরিসংখ্যানও কথা বলছে তাদের পক্ষেই। তাই, ব্রুগার বিপক্ষে ড্রয়ের হতাশা এ ম্যাচ জিতে কাটাতে চায় প্যারিসিয়ানরা।
পিএসজি কোচ মৌরিসিও পচেত্তিনো বলেন, আগের ম্যাচে আমাদের রক্ষণভাগে দুর্বলতা ছিল। তাই আমরা হেরেছি। এর মানে এই না যে, ভবিষ্যতেও এমনটা হবে। আমরা সামনের ম্যাচগুলোতে ভালোভাবে ঘুরে দাঁড়াব বলে আমার বিশ্বাস।
রামোসসহ বেশ কিছু ইনজুরি তো আছেই, সঙ্গে দলের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের থাকা নিয়েও আছে সংশয়। পিএসজির হয়ে মাঠে নেমে এখন পর্যন্ত গোলের দেখা পাননি লিওনেল মেসি। নেইমারও নেই ছন্দে। তবে, ডি মারিয়া, মেসি আর নেইমাররা জ্বলে উঠলে ম্যাচে নিশ্চিত জয় অপেক্ষা করছে পচেত্তিনোর শিষ্যদের।
এদিকে স্প্যানিশ লিগে মাঠে নামার অপেক্ষায় রিয়াল মাদ্রিদ। এবার ভ্যালেন্সিয়ার মাঠে আতিথ্য নেবে তারা। টেবিলে দু’দলেরই সমান ১০ পয়েন্ট থাকায় এ ম্যাচে যারাই জিতবে তাদের সামনেই থাকছে এগিয়ে যাওয়ার সুযোগ। তবে, কাজটা অতটা সহজ হবে না লস ব্লাঙ্কোসদের। কারণ ভ্যালেন্সিয়াকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই তাদের সামনে। কোচও স্বীকার করলেন তাই।
কার্লো অ্যানচেলত্তি বলেন, ভ্যালেন্সিয়াকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তারা অনেক ভালো একটা দল। সবচেয়ে বড় কথা তারা আত্মবিশ্বাসে ভরপুর। তাই তাদের বিপক্ষে ম্যাচের আগে আমাদের পূর্ণ প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে।
মার্সেলো, বেল, টনি ক্রুসদের ইনজুরি সমস্যা এখনও আছে। মেন্ডিকে নিয়ে আছে শঙ্কা। বেনজেমা, হ্যাজার্ডদের নিয়েই তাই জয়ের জন্য ছক কষছেন কোচ অ্যানচেলত্তি।
এন-কে
Leave a Reply