সিনেমার নামে মেয়ের নাম রাখলেন নায়িকা

সিনেমার নামে মেয়ের নাম রাখলেন নায়িকা

‘পদ্মাপুরাণ’ সিনেমার ৩৪ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়েছে গতকাল রাত ৮টায়। একই দিনে মা হয়েছেন সিনেমাটির নায়িকা সাদিয়া মাহি। প্রথম বারের মতো কন্যাসন্তানের মা হওয়া এই অভিনেত্রী মেয়ের নাম রেখেছেন ‘পদ্মা’। মজার ব্যাপার হলো, সিনেমাটিতে তাঁর মেয়ের নামও ‘পদ্মা’।

এনটিভি অনলাইনকে এমনটি জানিয়েছেন সিনেমার অন্যতম নির্বাহী প্রযোজক গোলাম রাব্বানী।

আসছে ৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘পদ্মাপুরাণ’। বর্তমানে সিনেমাটির নির্মাতা ও কলাকুশলীরা ব্যস্ত আছেন প্রচারণার কাজে। পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘আমরা নদী পাড়ের মানুষের জীবনের একটা গল্প বলতে চেয়েছে এই ছবিতে। যেটা একেবারেই আমাদের গল্প। পদ্মাপাড়ের মানুষের গল্প।’

‘পদ্মাপুরাণ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

নির্মাতা রাশিদ পলাশের হাতে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘প্রীতিলতা’। যার এখন পর্যন্ত ৩৫ ভাগ দৃশ্যধারণ শেষ। আগামী মাসের শেষের দিকে সিনেমার বাকি অংশের শুটিং হবে বলে জানিয়েছেন নির্মাতা।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *