চট্টগ্রাম জেলা প্রশাসকের অপসারণ দাবি আইনজীবীদের

চট্টগ্রাম জেলা প্রশাসকের অপসারণ দাবি আইনজীবীদের

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের অপসারণ দাবি করেছে জেলা আইনজীবী সমিতি।

আজ রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, জেলা আইনজীবীদের জন্য আদালত এলাকায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু ভূমি নিয়ে জেলা প্রশাসক ‘মিথ্যাচার’ করছেন। তিনি আইনজীবীদের সম্পর্কেও অসম্মানজনক কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা প্রশাসক ক্ষমা না চাইলে আইনজীবীরা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এনামুল হক, জ্যেষ্ঠ আইনজীবী আনোয়ারুল ইসলাম, কফিল উদ্দিন, আবদুর রশিদ, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সাংবাদিকদের বলেন, আগে আইনজীবীরা যে ভূমিতে ভবন নির্মাণ করেছেন, তা অনুমোদনহীন। এখন যে ভূমিতে তাঁরা ভবন নির্মাণ করতে চান, তারও অনুমোদন নেই।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *