স্বামীর সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না সামান্থা!

স্বামীর সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না সামান্থা!

জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনির বিবাহবিচ্ছেদের গুঞ্জনে নতুন মোড় নিয়েছে। স্বামী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে একই ছাদের নিচে থাকছেন না এই দক্ষিণী ডিভা।

ভারতের বিনোদনভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, নাগা চৈতন্য এরই মধ্যে বাসা বদল করে তাঁর বাবা মেগাস্টার নাগার্জুনের বাসভবনে চলে গেছেন। আর সামান্থা বলিউডে ক্যারিয়ার গড়ার জন্য হায়দরাবাদ থেকে মুম্বাইয়ে গিয়ে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করছেন।

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, দম্পতির মধ্যে দুই পরিবারের সমঝোতার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। নাগা চৈতন্য বাবা-মায়ের সাথে থাকার জন্য সামান্থার সঙ্গে যে বাড়িতে থাকতেন, সেখান থেকে বেরিয়ে গেছেন।

তেলেগু ভাষার দ্বিতীয় পঠিত দৈনিক সাক্ষী পোস্টের খবর, কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আক্কিনেনি পদবি মুছে ফেলেন সামান্থা। এর পর থেকে সামান্থা ও তাঁর স্বামী নাগা চৈতন্যের বিচ্ছেদের গুঞ্জন গাঢ় হয়। এমনও খবর প্রকাশিত হয়, পারিবারিক কারণে নাগা চৈতন্য কোনও পরিচালক ও প্রযোজকের ফোন ধরছেন না। তবে উভয় পক্ষ থেকেই বিচ্ছেদের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সম্প্রতি সামান্থা আক্কিনেনি অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমের ব্যাপক সাফল্য পায়। পত্রপত্রিকার খবর, সামান্থার হাতে রয়েছে দুটি তামিল সিনেমা। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অপরটি ‘শকুন্তলম’, যেখানে পৌরাণিক চরিত্র শকুন্তলার ভূমিকায় দেখা যাবে সামান্থাকে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *