সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের নতুন একটি এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কুমিরাস্থ জিপিএইচ গেইট এলাকায় এ এজেন্ট শাখা উদ্বোধন করা হয়। শাখাটি ফিতা কেটে উদ্বোধন করেন কুমিরা ইউনিয়নের চেয়ারম্যানের মোরশেদ হোসেন চৌধুরী। উদ্বোধন উপলক্ষে ইসলামী ব্যাংক সীতাকুণ্ড শাখার ব্যবস্থাপক মোঃ মনজুরুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য বিশিষ্ট রাজনীতিবিধ আ.ম.ম দিলসাদ।
সভায় স্বাগত বক্তব্য দেন আউটলেট এজেন্ট আল আরব এন্টার প্রাইজের পরিচালক ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা। গেষ্ট অব অনার ছিলেন ইসলামী ব্যাংক চট্টগ্রাম জোন প্রধান মোঃ নাইয়ার আজম, জিপিএইচ ইস্পাত এর এডভাইজার আমিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে দিলসাদ বলেন, বর্তমান সরকার ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে, যা ব্যাংকিং খাতের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। এজেন্ট ব্যাংক বা আউটলেটগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রযুক্তিসমৃদ্ধ আর্থিক সেবার দ্বার উন্মুক্ত করেছে। এরই ধারাবাহিকতায় নতুন আউটলেটটি সততার নীতি, আন্তরিকতা, নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা দেয়ার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আল আরব এন্টার প্রাইজের প্রোপ্রাইটর জাহাঙ্গীর আলম বিএসসি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম হেদায়েত উল্লাহ, সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী, সবুজ শর্মা সাকিল, কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সীতাকুন্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাক্তার সজল নাথ, কুমিরা ইউনিয়ন আ.লীগ নেতা সেলিম আনসারী, যুবলীগ নেতা জিয়াউদ্দিন রাজু, স্থানীয় ইউপি সদস্য মোঃ সালাউদ্দিন প্রমূখ।আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নুরিয়া ইসলামীয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুন্নবী।
Leave a Reply