ফের সরকার গঠন করতে যাচ্ছে ট্রুডোর লিবারেল পার্টি

ফের সরকার গঠন করতে যাচ্ছে ট্রুডোর লিবারেল পার্টি

কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি জাতীয় নির্বাচনের ভোটে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। ফলে ট্রুডোই আবারও প্রধানমন্ত্রী পদে থাকছেন। সিটিভি ও সিবিসি উভয়ই লিবারেল সরকারের আভাস দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বর্তমান সরকারে ট্রুডোর দলের সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে সরকার পরিচালনা করতে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলের ওপর নির্ভর করতে বাধ্য হন তিনি। এবারও লিবারেল পার্টি সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে বলে জানা গেলেও সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কি না তা নিশ্চিত নয়।

সংসদীয় গণতন্ত্রের দেশ কানাডা। এর পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হাউস অব কমন্স। এর ৩৩৮টি আসনে ভোটার দুই কোটি ৭০ লাখ। এককভাবে সরকার গঠনে যেকোনো দলকে কমপক্ষে ১৭০টি আসনে জয় নিশ্চিত করতে হবে।

কুইবেকের পাপিনিয়াউয়ে নিজের আসনে জাস্টিন ট্রুডো জয় পেয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে। বিরোধীদল কনজারভেটিভ পার্টির নেতা ওরিন ও টুল অন্টারিওর ডারহামে নিজের আসনে জয় পেয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

জাস্টিন ট্রুডো বলে আসছেন, তাঁর দেশের জনগণ মহামারি করোনাভাইরাসের সময়ে কনজারভেটিভ সরকার চায় না। বর্তমানে পূর্ণাঙ্গ টিকাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *