দুবাইতে জমকালো অনুষ্ঠানে স্বাধীন দেশ টিভির ৪র্থ বর্ষপূর্তি

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দুবাই শেরাটন ক্রিক হোটেল এর বলরুমে সম্পন্ন হল স্বাধীনদেশটিভি’র ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়। গত ১৭ সেপ্টেম্বর রোজ শুক্রবার রাত ৮ টায় আমিরাত সরকার অনুমোদিত বাংলাদেশী প্রথম অনলাইন চ্যানেল স্বাধীনদেশটিভি’র উক্ত অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ও বিশেষ অতিথি মান্যবর রাষ্ট্রদূত এর সহধর্মিনী জনাবা সালমা জাফর,

স্বাধীনদেশটিভি’র প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার কতৃক নিযুক্ত দুবাই ও উত্তর আমিরাতের কনস্যুলেট জেনারেল এর মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও বিশেষ অতিথি মান্যবর কনসাল জেনারেল এর সহধর্মিনী জনাবা আবিদা হোসেন,উক্ত অনুষ্ঠান সোনিয়া সামিয়া,সালমা শেফায়েত এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মোঃ শহিদুল ইসলাম দিনু,দু দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এতে প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর’কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন স্বাধীনদেশটিভি পরিবারের সদস্য মঈনুল হোসেন মঈন এবং বিশেষ অতিথি মান্যবর রাষ্ট্রদূত এর সহধর্মিনী জনাবা সালমা জাফর’কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন স্বাধীনদেশটিভি পরিবারের সদস্য জুলি জাফর, বিশেষ অতিথি মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন’কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন স্বাধীনদেশটিভি পরিবারের সদস্য খালেদ হোসেন রনি,বিশেষ অতিথি কনসাল জেনারেল এর সহধর্মিনী জনাবা আবিদা হোসেন’কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন স্বাধীনদেশটিভি’র উপস্থাপিকা সোনিয় সামিয়া,অনুষ্টানের সভাপতি স্বাধীনদেশটিভি’র প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর চৌধুরী’কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন স্বাধীনদেশটিভি দর্শক ফোরাম এর সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল শিমুল সিআইপি,স্বাধীনদেশটিভি দর্শক ফোরাম ইউএই এর সভাপতি আলহাজ¦ ইয়াকুব সৈনিক’কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন মেহেরিন। অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনদেশটিভি’র সিও মাহবুব হাসান হৃদয়,প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর তার বক্তব্যে বলেন প্রবাসে অনলাইন চ্যানেলগুলো সাংবাদিকতা প্রধান পেশা হিসেবে নিতে পারে। বিশেষ অতিথি মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন সাংবাদিকতার মানদন্ড রেখে সাংবাদিকতা করার আহবান জানান।

স্বাধীনদেশটিভি’র দর্শক ফোরামের সভাপতি জনাব ইয়াকুব সৈনিক, শুভেচ্ছা বক্তব্য রাখেন,এমিরেট্স ফাস্ট বিজনেস সার্ভিস এর ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং শাহানুর শাহ,বিশিষ্ঠ সাংবাদিক জনাব সাইফুর রহমান,বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর প্রতিষ্টাতা সভাপতি,এনআরবি ব্যাংক এর চেয়ারম্যান ও আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানির সত্বাধীকারী আলহাজ্ব মোঃ মাহতাবুর রহমান নাসির সিআইপি,বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী বাবুল,আবুধাবি বাংলাদেশ সমিতির সম্মানিত সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন,বাংলাদেশ সমিতি আবুধাবি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির তালুকদার,বাংলাদেশ সমিতি দুবাই এর ডিরেক্টর বিশিষ্ঠ ব্যবসায়ী শেখ ফরিদ আহমেদ সিআইপি,বিশিষ্ঠ কমিউনিটি নেতা সেলিম উদ্দীন চৌধুরী,বিশিষ্ঠ ব্যবসায়ী রাজা মল্লিক,শারজাহ সমিতির সিনিয়র সহ-সভাপতি জনাব ইসমাইল গনি চৌধুরী,বিশিষ্ঠ কমিউনিটি নেতা আরশাদ হোসেন হিরু,বিশিষ্ঠ কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম,বিশিষ্ঠ কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী,বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহমেদ,যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম,বিশিষ্ঠ কমিউনিটি নেতা শাহ মোহাম্মদ মাকসুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ সমিতির ডিরেক্টর আব্দুল আলিম,দুবাই বাংলাদেশ সমিতির ডিরেক্টর প্রকৌশলী জিল্লুর রহমান,শারজা বাংলাদেশ সমিতির সভাপতি এম.এ বাশার,হাজি¦ আবদুল করিম সিআইপি,আবির বিজনেজ অ্যাসোসিয়েশন এর সভাপতি জুলফিকার ওসমান,সহ সভাপতি নজরুল ইসলাম,এস এম রফিকুল ইসলাম,মহিউদ্দিন মহিন, মাজহার উল্লাহ মিয়া,নাসির উদ্দির কাউসার,আবুল কাশেম,প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল,এস এম শফিকুল ইসলাম শফি ,আনসারুল হক আনসার,তাজ উদ্দিন আহমেদ,শওকত হোসেন মোল্লা,মোস্তাফা কামাল শিমুল সিআইপি,মোঃ সিরাজ উ দৌলা,মোঃ জসিম উদ্দিন,তৌহিদুল আলম জীলানি,প্রকৌশলী মোঃ মোরশেদ,নাসির উদ্দিন খোকন,মোঃ মিজানুর রহমান মিজান,নাজমুল ইসলাম,মোঃ মোক্তিয়ার হোসেন,মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ দিদার,মোঃ আরশাদ হোসেন,ইমাম হোসেন পারভেজ,ফয়সাল সিদ্দীক ববি,কে কে বিপ্লব,মোঃ জাফর চৌধুরি,মোঃ মনসুর সবুর,মোঃ জসিম,নাসিম উদ্দিন আকাশ,জাবেদ আহমেদ মাসুম,মোক্তারুল হক,সপ্না মনি,শবনম,এস এম সালাউদ্দিন চৌধুরী,মোঃ জাহেদ চৌধুরী,হাসান মুরাদ,ইব্রাহিম ওসমান,সাইফুর রহমান,এমডি আহমেদ,নাসির উদ্দিন চৌধুরী,আব্দুল মান্নান,মোঃ মির কামাল ,সাহিদুল আলম,আবু বকর,মোঃ আমিন,মোঃ এরশাদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রর্দশিত হয়েছিল রেসিং,টিউনার,রেসিং গাড়ি প্রস্তুতকারক ও সনামধণ্য ফিউসার রেসিং এর সত্বাধীকারি মোঃ হোসেন সরওয়ার এর প্রামাণ্য চিত্র উপস্থিত দর্শককে আকৃষ্ট করে তুলে। স্বাধীনদেশটিভি’র চার বছর পূর্তি উপলক্ষে একটি সমৃদ্ধ স্বরনিকা ”অর্জন” এর মোড়ক উম্মোচন করা হয়। পর্যায়ক্রমে স্বাধীনদেশটিভি’র চার বছর পর্দাপন উপলক্ষে চ্যানেলের লগো সম্বলিত চার কেজির একটি কেক কেটে অনুষ্ঠান সমাপ্তি করা হয়। এরপর সেলিনা ভুঁইয়া মুক্তার সাবলীল সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে অংশ নেয়,অরিক,নাচ পরিবেশন করে মৌমিতা,পুষ্পিতা,মেহেরিন শেষে দেশের ছয়টি ঋতুর উপর ভিত্তি করে ফ্যাশন শোতে অংশ নেয় উরবি,রেখা,নিশিতা ভুঁইয়া,পপি পারভেজ,রোজি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *