জুলুসের গাড়িতে আগুন, দগ্ধ ৬

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে জশনে জুলুশে অংশগ্রহণকারী একটি মিনা পিকআপের জেনারেটরে আগুন লেগে ৪ শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছেন। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয়।

রোববার(১০নভেম্বর) দুপুরে লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পিকআপের সাউন্ডসিস্টেম চালানোর সময় জেনারেটরে আগুন ধরে যায় এতে তারা আহত হন।

আহতরা হলেন, নূর নবী(৬), কাউছার(২০), রফিকুল ইসলাম (৮), রিফাত(১০), হৃদয়(১৬) ও ইয়ামিন (৯)। তারা সবাই বাকলিয়ার তুলাতলী এলাকা থেকে জশনে জুলুশে অংশগ্রহণ করেছিলেন। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, জেনারেটরের আগুনে দগ্ধ ৬ জনকে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে পাঠান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *