ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে এবার আদালতে মামলা

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে এবার আদালতে মামলা

প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক দেবদাস চন্দ্র অধিকারী মামলাটি গ্রহণের জন্য ধানমন্ডি থানাকে নির্দেশ দিয়েছেন।

বিষয়টি আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজাদ রহমান গণমাথ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুজাহিদুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে ইভ্যালি থেকে দুই টনের একটি জেনারেল কোম্পানির এসি অর্ডার করেছিলেন। যার দাম ছিল ৮৫ হাজার টাকা। অর্ডারের পর এসি না দেওয়ায় আদালতে তিনি মামলা করেন। আদালত ধানমন্ডি থানাকে মামলার আবেদনটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বাদী আরজিতে বলেন, তিনি ৮৫ হাজার টাকা মূল্যের দুই টন এসি এবং ২৫ হাজার টাকা মূল্যের একটি কাঠের টি টেবিল অর্ডার করেন। গত বছর ১১ জুলাই এসি বাবদ ৮৫ হাজার এবং ২২ জুলাই টেবিলের দুই হাজার টাকা ছাড় দিয়ে ২৩ হাজার টাকা পাঠান। পণ্য দুটি ৪৫ দিনের মধ্যে ডেলিভারি করবে বলে প্রতিষ্ঠানটির শর্ত ছিল। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি পণ্য দুটি ডেলিভারি করেনি। এজন্য তিনি রাসেল বরাবর লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশ পাওয়ার পর প্রতিষ্ঠানটি টেবিলের টাকা ফেরত দেয়। কিন্তু এসির বিষয়ে তারা কোনো সমাধান করেনি। এরপর বাদী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। গত ২৫ মে ইভ্যালির পক্ষ থেকে জানানো হয়, এসি ডেলিভারি দেওয়া হয়েছে। কিন্তু বাদী দাবি করেন, তিনি এসি পাননি।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *