আবারও করোনা হানা দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের ঠিক আগে করোনা পজিটিভ হয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার থাঙ্গারাসু নটরাজানে। আইপিএলের এক কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সানরাইজার্স হায়দ্রাবাদও তাদের ফেসবুক পেজে নটরাজানের করোনাভাইরাসে পজিটিভ হওয়ার কথা জানিয়েছে। ফলে শঙ্কা দেখা দিয়েছে দিল্লি বনাম হায়দ্রাবাদের ম্যাচটিকে ঘিরে। যদিও আয়োজকরা শঙ্কা উড়িয়ে দিয়েছেন।
নটরাজানেকে এখন আইসোলেশনে পাঠানো হয়েছে। নটরাজানের কাছাকাছি ছিলেন বা তাকে স্পর্শ করার সম্ভাবনা ছিল এমন একজন হলেন- বিজয় শঙ্কর। তা ছাড়া আরও পাঁচজন স্টাফও নটরাজানের সংস্পর্শে ছিলেন। তারা হলেন- টিম ম্যানেজার বিজয় কুমার, থেরাপিস্ট শায়াম সুন্দর, চিকিৎসক আনজানা ভেনান, লজিস্টিক ম্যানেজার তুষার খেদকার ও নেট বোলার প্যারিয়াসামি গনেসান। উৎকণ্ঠা আছে তাদের নিয়েও। যে কারণে সতর্ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ম্যানেজমেন্ট।
আইপিএলের ওই কর্মকর্তা বলেন, ‘যারা নটরাজানের সংস্পর্শে এসেছেন তাদের পিসিআর টেস্ট করতে দেওয়া হয়েছে। তবে এদের প্রত্যেকের রেজাল্ট নেগেটিভ এসেছে। ফলে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।’
এর আগে ভারতে আইপিএল চলাকালীনও করোনা হানা দেয় ফ্র্যাঞ্জাইসিভিত্তিক টুর্নামেন্টটিতে। করোনা আবহে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। বেশ কয়েকজন খেলোয়াড় সংক্রমিত হওয়ার পরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই পদক্ষেপ নিতে বাধ্য হয়। এরপর ভারত সিদ্ধান্ত নেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেপ্টেম্বরের মাঝামাঝি আইপিএল আয়োজন করবে। এখন টুর্নামেন্ট শুরু হলেও বেশ কিছু ক্রিকেটারদের পায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। অনেক দল আবার নতুন করে খেলোয়াড়ও দলে ভিড়িয়েছে।
সবমিলিয়ে এ বছর আইপিএল নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে যে কোনোভাবেই হোক, আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই। কারণ আইপিএলের বাকি ম্যাচগুলো না হলে বোর্ডকে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
উল্লেখ্য, স্থগিত হয়ে যাওয়ার পর আরব আমিরাত পর্বে আইপিএলের তিনটি ম্যাচ এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দ্বিতীয় পর্বের শুভসূচনা করেছে। আরেক ম্যাচে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স হারের তিক্ততা দিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। সবশেষ মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস হারিয়েছে পাঞ্জাব কিংসকে।
এন-কে
Leave a Reply