জোড়া গোলে পিএসজিকে জেতালেন হাকিমি

জোড়া গোলে পিএসজিকে জেতালেন হাকিমি

হাঁটুর চোটের কারণে খেলা হয়নি লিওনেল মেসির। দলের অন্যান্য তারকারাও পারলেন না ভূমিকা রাখতে। এমন দিনে জ্বলে উঠলেন আশরাফ হাকিমি। তাঁর জোড়া গোলে মেসের বিপক্ষে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ল প্যারিসের ক্লাব পিএসজি।

গতকাল বুধবার রাতে মেসের বিপক্ষে ম্যাচটিতে ২-১ গোলে জিতেছে পিএসজি। লিঁওর বিপক্ষে আগের ম্যাচেও যোগ করা সময়ের গোলে জিতেছিল প্যারিসের দলটি।

চলতি লিগে প্রথম সাত রাউন্ডে টানা সপ্তম জয় তুলে নিয়েছে পিএসজি। আর মেসের বিপক্ষে টানা ১১ ম্যাচে জিতল প্যারিসের ক্লাবটি।

এদিন ম্যাচের ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে ১৫টি অনটার্গেট শট, যার পাঁচটি লক্ষ্যে যাওয়ার মতো ছিল। বিপরীতে মেসের ছয় শটের লক্ষ্যে ছিল। ম্যাচটিতে হারের পাশাপাশি লাল কার্ড দেখে মেসের খেলোয়াড়। একই সঙ্গে লাল কার্ড দেকে তাদের কোচ।

এদিন ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। নেইমারের থ্রু বল ধরে মাউরো ইকার্দি গোলরক্ষককে পরাস্ত করলেও ডাইভ দিয়ে ফিরিয়ে দেন প্রতিপক্ষ ডিফেন্ডার মাথিউ উদল। ফিরতি বল ফাঁকায় পেয়ে হাকিমির ভলিও ফিরিয়ে দেন আরেকজন, তবে এবার বল গোললাইন পেরিয়ে যাওয়ার সবুজ সংকেত দেন রেফারি।

৩৯তম মিনিটে সমতায় ফেরে মেস। দলকে সমতায় ফিরিয়ে আশা জাগান মালির ফুটবলার বুবাকার কুয়াইৎ। কিন্তু, ব্যবধান ধরে রাখতে পারলেন না। শেষ মুহূর্তে যোগ করা সময়ে গোল করে পিএসজিকে জয় উপহার দিলেন হাকিমি।

এই নিয়ে সাত জয়ে মোট ২১ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। তিন পয়েন্ট নিয়ে ২০ নম্বরে আছে মেস।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *