সীতাকুণ্ড প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল বিকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারবাবিকতাকে অব্যাহত রাখতে প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ফোরকান আবু, এম হেদায়েত,এম সেকান্দার হোসাইনের প্রস্তাবনায় ও উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটের মাধ্যমে আগের কমিটিকে ২০২১-২০২৩ সালের জন্য পুণঃ নির্বাচিত করা হয়েছে। পুণঃনির্বাচিতরা হলেন, সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী
,সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির,যুগ্ন-সম্পাদক নাছির উদ্দিন অনিক, সাংগঠনিক সম্পাদক আবদুল্লা আল ফারুক,অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল মাহমুদ,দপ্তর ও সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের,নির্বাহী সদস্য এম হেদায়েত উল্ল্যাহ ও এম সেকান্দর হোসাইন প্রমূখ। নির্বাচনোত্তর সভায় সাবেক সভাপতি এস.এম ফোরকান আবু বলেন, আমাদের প্রেসক্লাব মুক্তবুদ্ধি, গণতন্ত্র, মননশীলতা, সৃজনশীলতা চর্চার এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আমাদের সবার আন্তরিক প্রচেষ্টায় সীতাকুন্ড প্রেসক্লাব দিনে দিনে সমৃদ্ধ প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে বেড়ে চলছে এ প্রতিষ্ঠানের কর্মপরিধি ও গুরুত্ব। প্রেসক্লাবকে আধুনিকায়ন করার লক্ষ্যে বেশ কিছু কাজ সম্পন্ন করা হয়েছে, গড়ে উঠেছে নিজস্ব ভবন। সাংবাদিকদের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে অনেক সীমাবদ্ধতার মধ্যেও সাংবাদিকদের এ সংগঠনের উন্নয়ন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
Leave a Reply