মুম্বাই ইন্ডিয়ানসকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে মরগ্যানের দল। মুম্বাইয়ের দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে সহজ জয় তুলে নেয় কলকাতা। ভেঙ্কটেশ আইয়ার ও রাহুল ত্রিপাঠির ব্যাটিং ঝড়ে ৭ উইকেটের জয় তুলে নেয় কলকাতা।
ম্যাচ জয় করে মাঠ ছাড়লেও দুঃসংবাদ পিছু ছাড়েনি মরগ্যানদের। ম্যাচ জয়ের আনন্দের সঙ্গে যোগ হয়েছে বিষাদ। আর এই বিষাদ হলো কলকাতা অধিনায়কের জরিমানা। আমিরাতে শুরু হওয়া আইপিএলের দ্বিতীয় পর্বে আবারও স্লো ওভার রেটে ধরা পড়েছে কলকাতা। যে কারণে দ্বিগুণ জরিমানা গুনতে হয়েছে দলের অধিনায়ক ইয়ন মরগ্যানকে।
আইপিএলের স্লো ওভার রেটের নীতিমালা অনুযায়ী, একই মৌসুমে প্রথমবার স্লো ওভার রেটে ধরা পড়লে অধিনায়কের জরিমানা করা হয় ১২ লাখ টাকা। দ্বিতীয়বার হওয়ায় এর দ্বিগুণ অর্থাৎ ২৪ লাখ টাকা গুনতে হচ্ছে মরগ্যানকে। পাশাপাশি কলকাতা একাদশের অন্যদের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা গুনতে হবে।
উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে নির্ধারিত ২০ ওভার শেষ করার জন্য ইনিংসের মাঝে দুই বিরতিসহ মোট ৯০ মিনিট সময় বেঁধে দেওয়া থাকে। এর বাইরে ৫-৭ মিনিট পর্যন্ত মেনে নেন ম্যাচ রেফারিরা। কিন্তু সবশেষ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২০ ওভার শেষ করতে কলকাতার সময় লেগেছে প্রায় ১১৫ মিনিট। এ কারণেই মূলত শাস্তির মুখোমুখি হতে হলো অধিনায়ক মরগ্যান ও তার দলকে।
এর আগে আবুধাবিতে টস হেরে আগে ব্যাট করতে নামে মুম্বাই। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রানে থামে মুম্বাইয়ের ইনিংস।
জবাব দিতে নেমে কলকাতার হয়ে ঝড় তোলেন ভেঙ্কটেশ আয়ার। ৪টি চার ও ৩টি ছক্কায় ৩০ বলে ৫৩ রান করেন তিনি। এরপর তিন নম্বরে খেলতে নেমে রাহুল ত্রিপাটিও উইকেটে ঝড় তোলেন। তার ব্যাট থেকে আসে ৭৪ রানের ইনিংস। ৮টি চার ও ৩টি ছক্কায় ৪২ বলে এই রান করেন তিনি। ফলে ২৯ বল বাকি থাকতেই ৭ উইকেটের সহজ জয় পায় কলকাতা।
এন-কে
Leave a Reply