সিরিজ জয়ের মিশনে নাগপুরে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনের বদলে মোহাম্মদ মিথুনকে একাদশে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ।
ভারত একাদশেও এসেছে এক পরিবর্তন। ক্রুনাল পান্ডিয়ার বদলে মনীশ পান্ডেকে একাদশে অন্তর্ভুক্ত করেছে ভারত।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ের, রিশাব পান্ত (উইকেটরক্ষক), মনেশ পান্ডে, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুযবেন্দ্র চাহাল, দিপক চাহার ও খলীল আহমেদ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
Leave a Reply