যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুক হামলায় নিহত ১, আহত ১২

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুক হামলায় নিহত ১, আহত ১২

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি সুপারমার্কেটে বন্দুক হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন এবং ১২ জন আহত হয়েছেন। হামলার অভিযুক্ত নিজের গুলিতে নিহত হয়েছে বলে পুলিশ ধারণা করছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার টেনেসির কলিয়েরভিলের ক্রোগার সুপারমার্কেটে বন্দুক হামলার ঘটনা ঘটে। ক্রোগার সুপারমার্কেটের কর্মী ব্রিগনেটা ডিকারসন বলেন, ঘটনার সময় তিনি ক্যাশ রেজিস্টারে কাজ করছিলেন। সে সময় তিনি গুলির শব্দ শোনেন। প্রথমে তাঁর মনে হয়েছিল, বেলুন ফাটছে। তারপরই তিনি বন্দুকধারীকে দেখতে পান। এবং বন্দুকধারী গুলি চালাতে থাকেন।

ব্রিগনেটা বলেন, ‘সে গুলি করেই যাচ্ছিল। বন্দুকধারী আমার সহকর্মীর মাথায় গুলি করে এবং একজন ক্রেতার পেটে গুলি করে।’

কয়েকজন হাসপাতালে

কলিয়েরভিল কর্তৃপক্ষের মুখপাত্র জেনিফার স্থানীয় সংবাদপত্রকে জানিয়েছেন, বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যে ১২ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে এক জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ), এবং এক জনের সার্জারি হয়েছে। এই ১২ জন ছাড়াও এক জন আতঙ্কে অসুস্থ হয়েছিলেন। তাঁরও চিকিৎসা চলছে।

পুলিশপ্রধান ডেল লেন সাংবাদিকদের বলেছেন, ‘প্রাণ বাঁচাতে কেউ ফ্রিজের ভেতর ঢুকেছিলেন, কেউ অফিসের দরজা বন্ধ করে দিয়েছিলেন। অনেকে দৌড়ে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন। এই শহরের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি।’

অভিযুক্ত নিহত

পুলিশ জানিয়েছে, হামলার অভিযুক্ত নিজের বন্দুকের গুলিতে নিহত হয়েছে। তবে, পুলিশ অভিযুক্তের নাম জানায়নি। কারণ, অভিযুক্তের কোনো সাহায্যকারী ছিল কি না, পুলিশ জানার চেষ্টা করছে।

চলতি বছরের শুরুর দিকে টেনেসিতে ২১ বছর থেকে তদূর্ধ্ব বয়সিদের হ্যান্ডগান রাখার অনুমতি দেওয়া হয়। বন্দুক রাখার জন্য অঙ্গরাজ্য-ভিত্তিক কোনো তথ্য যাচাই কিংবা প্রশিক্ষণের প্রয়োজন হয় না।

সে সময় বেশ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী এর বিরোধিতা করেছিল। কিন্তু, রিপাবলিকান গভর্নর বিল লি তাতে কর্ণপাত করেননি।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *