গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলার উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা স্বরণ ও তৈয়ব শাহ (রহ.) এর সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত (২৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকালে ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসায় প্রাঙ্গনে বিশাল ওরশ শরীফ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তবব্যে চট্টগ্রাম এফ.এম.এস মেরিটাইন এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর জামাল উদ্দীন সিকদার বলেন, আধ্যাত্মিক সাধক তৈয়ব শাহ (রাহ.) আজীবন ইসলামের খেদমত ও সুন্নিয়ত প্রতিষ্ঠায় নিজের জীবন উৎসর্গ করে গেছেন।গাউছিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলার সভাপতি মাওলানা আবু তাহের আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উদ্বোধক ছিলেন বিন ওলি টাওয়ার চট্টগ্রাম এর সত্বাধিকারী আলহাজ্ব আবুল হোসেন। প্রধান ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম জামেয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার মুহাদ্দীস মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী। প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার। বিশেষ ওয়ায়েজ ছিলেন, ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম আল কাদেরী।
প্রধান অতিথির বক্তব্যে জামাল সিকদার হযরত তৈয়ব শাহ এর ধর্মীয় সংস্কারসমূহ মুসলিম সমাজকে যুগ যুগ ধরে আলোর পথ দেখাবে বলে মন্তব করে আরো বলেন, উপমহাদেশে ইসলামী শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতি বিকাশে যে সকল মনীষী নিজেদের জীবন উৎসর্গ করে ভাস্বর হয়ে আছেন তন্মধ্যে মহান সংস্কারক আওলাদে রসূল, হযরাতুল সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রাহমাতুল্লাহি আলায়হি সবিশেষ উল্লেখযোগ্য। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আক্বিদার প্রচার প্রসারের মাধ্যমে মুসলমানদের পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন।
Leave a Reply