সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর এর উদ্যেগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের নতুন কমিটি গঠন এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করতে মহানগর কমিটি নেতৃবৃন্দ মহাসচিব এর সাথে বিশদ আলোচনা করেন। শুক্রবার বিকাল তিনটায় নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি লায়ন এম.জাফর উল্লাহ।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ-সভাপতি এস.এম আজিজ এর সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব এবং ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মুহাম্মদ মহিবুল হোসাইন, কেন্দ্রীয় কমিটির বিশেষ প্রতিনিধি সালেহ আহম্মদ চৌধুরী, সংগঠনের চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-সভাপতি কোহিনুর খানম, সাবেক আন্তর্জাতিক মহিলা বিষয়ক সম্পাদিকা সেগুপ্তা হাসান , সাবেক মহানগর মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা তাসলিমা আক্তার নিশা, সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম দুলু, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক খান মুরাদ, উত্তর জেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর, সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম পারভেজ, মোহাম্মদ জসিম সাবেক সমাজ কল্যান সম্পাদক মো শাহজাহান সাবেক সদস্য সেলিম উদ্দিন, তারুন্যর প্রতিক সংগঠনের সভাপতি জি এম তাওসিফ, পাচলাইশ থানা কমিটির সভাপতি আরিফুল ইসলাম, চকবাজার থানার সভাপতি নাফিজ ইমতিয়াজ, সদস্য আলতাফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *