আনোয়ারায় দুর্বৃত্তের আগুনে পুড়ল ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়

চট্টগ্রামে আনোয়ারা উপজেলা অগ্নিকাণ্ডে বরুমচড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় আগুনে পুড়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে বলে অভিযোগ উঠেছে।শুক্রবার (২৪ শে সেপ্টেম্বর) আনুমানিক রাত ৩ থেকে সাড়ে ৩টার সময় বরুমছড়া অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শীরা জানান,রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কক্ষে হঠাৎ আগুন দেখতে পাই।এলাকাবাসী সহযোগিতার আধঘণ্টার চেষ্টায় আগুন নেভান সক্ষম হয়।

অগ্নিকার্ন্ডের ঘটনা শুনে পরিদর্শনে করেন আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।৫নং বরুমছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘনিয়ে আসার কারণে শত্রুতা করে, দুর্বৃত্তদের আগুনে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইউপি সচিবের কক্ষ পুড়ে ১টি ফটোকপি, ১টি প্রিন্টার, ২টি ল্যাপটপ, ১টি ডিজিটাল ক্যামরা, ২টি সোলার প্যানেল, জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চেয়ার, টেবিল, ফ্যান পুড়ে যায়।এব্যাপারে তিনি আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে জানান।

এব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। আনুমানিক তিন লক্ষ টাকার মতো মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত জানাযাবে।আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চেয়ারম্যান একটি সাধারণ ডায়েরী করেছে তদন্ত করে দোষীদেরকে বের করে আনা হবে বলে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *