জয়ের ধারায় ফিরতে চায় রোনালদোর ম্যানইউ

জয়ের ধারায় ফিরতে চায় রোনালদোর ম্যানইউ

জয়ের ধারায় ফিরতে বিকেলে মাঠে নামবে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে রেড ডেভিলদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। এ ছাড়া রাত সাড়ে ১০টায় ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে লিভারপুল।

উজ্জীবিত ম্যানচেস্টার ইউনাইটেড হুট করে হোঁচট খেয়েছে। ওয়েস্টহ্যামের কাছে হেরে লিগ কাপ থেকে ছিটকে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। যদিও ওল্ড ট্র্যাফোর্ডে হতাশার রাতে ছিলেন না সিআরসেভেন। এ ম্যাচে আবারও লাল জার্সিটা গায়ে জড়ানোর অপেক্ষায় পর্তুগিজ তারকা। ওয়েস্টহ্যামের বিপক্ষে খেলা অনেক ফুটবলারকেই এ ম্যাচে আবারও গরম করতে হবে সাইড বেঞ্চ।

ইপিএলের রেইসে শুরুটা মন মতোই হয়েছে রেড ডেভিলদের। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিনে। পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা সবশেষ ১৭ দেখায় ইউনাইটেডকে হারাতে পারেনি। এবারও তো ফেবারিট নিঃসন্দেহে সোলশয়ারের দলটাই।

ইনজুরিতে আছেন মার্কাস রাশফোর্ড। এডিনসন কাভানির ফেরা নিয়ে আছে অনিশ্চয়তা। তবুও রোনালদো-পগবা-ব্রুনো-গ্রিনউডদের নিয়ে ডেভিলদের আক্রমণভাগ যেন পাওয়ার হাউস।

টাইটেল রেইসে ইউনাইটেডের চেয়ে এগিয়ে লিভারপুল। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের দুইয়ে ইয়ুর্গেন ক্লপের দল। তবে টানা জয়ের মধ্যে থাকলেও ব্রেন্টফোর্ডকে নিয়ে ভয় আছে জায়ান্টদের।

ইয়ুর্গেন ক্লপ বলেন, ‌’ব্রেন্টফোর্ডের মতো দলের প্রিমিয়ার লিগে আসা দারুণ ব্যাপার। কম বাজেটের দল নিয়েও কীভাবে লড়তে হয় সেটা তারা দেখিয়েছে। দারুণ খেলছে ওরা। থমাস খুব ভালো করছে।‌’

চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচের এই প্রশংসা বাণী নিশ্চয়ই আরও আত্মবিশ্বাসী করবে ব্রেন্টফোর্ড কোচ থমাস ফ্র্যাঙ্ককে। তার অধীনে ইপিএলে নবাগত দলটার লড়াকু মানসিকতা সমীহ আদায় করে নিয়েছে সবার। এরই মধ্যে আর্সেনাল ও উলভসকে হারিয়েছে টেবিলের ৯’এ থাকা ব্রেন্টফোর্ড।

তবে অলরেডদের আস্থার নাম মোহাম্মদ সালাহ। ৪ গোল নিয়ে মৌসুমে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ স্কোরার মিসরীয় তারকা। গোলপোস্টে কোচের আস্থাভাজন অ্যালিসন বেকার। কিছু ইনজুরি সমস্যা আছে দলে। থিয়াগো আলকানতারা অক্টোবরের আগে ফিরছেন না মাঠে। ছিটকে গেছেন ন্যাবি কেইটাও।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *