সিদ্ধার্থ শুক্লার আত্মার সঙ্গে কথপোকথন!

সিদ্ধার্থ শুক্লার আত্মার সঙ্গে কথপোকথন!

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পর এবারে সিদ্ধার্থ শুক্লার আত্মার সঙ্গেও কথা বলেছেন বলে দাবি করেছেন প্যারানরমাল বিশেষজ্ঞ স্টিভ হাফ।

বিগবস-১৩ জয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লার হঠাৎ মৃত্যু এখনও মেনে নিতে পারেননি তার ভক্তরা। এখনও পুরনো ছবি এবং ভিডিও শেয়ার করে তাকে স্মরণ করেন অনেকে। এ অবস্থায় স্টিভসের এমন দাবি সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।

নিজের ইউটিউব চ্যানেলে দেয়া স্টিভসের এক ভিডিওতে দেখা যায়, মৃত্যুর পর কেমন আছেন, কোথায় আছেন, কী করছেন- এই ধরনের প্রশ্ন করছেন তিনি।

স্টিভস হাফ জানান, তার তৈরি যন্ত্রের সাহায্যে তিন দিনের একটি ‘সোল স্পিকিং’ সেশন করেন তিনি।

তার দাবি, এই সেশনে সিদ্ধার্থর আত্মাকে তিনি প্রশ্ন করেছিলেন, এখন কোথায় আছেন? উত্তর আসে, আমি হাফের কাছে আছি।

এছাড়া বৃদ্ধা মা-বাবার প্রতি কী বার্তা দিতে চান, এমন প্রশ্নের উত্তরে সিদ্ধার্থের আত্মা জবাব দেয়, “আমি মৃত, আমি তোমাদের কান্না মুছে দিব।”

গেল ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে মারা যান সিদ্ধার্থ শুক্লা। বিগ বস ছাড়াও হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন সিদ্ধার্থ।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *