কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেমে’র বাজিমাত

কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেমে’র বাজিমাত

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রথম বারের মতো বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে কোরিয়ান কোনও সিরিজ। ‘স্কুইড গেম’ শিরোনামের এই ড্রামা সিরিজ ১৭ সেপ্টেম্বর মুক্তির পর মাত্র ১০ দিনে এমন জনপ্রিয়তা পেয়েছে।

ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, শুধু নেটফ্লিক্সে বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও সিরিজটির অবস্থান শীর্ষে। জীবনযুদ্ধে পরাজিত, সমস্যায় জর্জরিত এবং গভীর হতাশাগ্রস্ত কিছু মানুষের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ড্রামা সিরিজটি।

থ্রিলার সিরিজ ‘স্কুইড গেম’-এর গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন হোয়াং দং-হিউক। অভিনয় করেছেন তারকা অভিনেতা লি জং জায়ে, পার্ক হেই সু, হিউ সাং তে, ওয়াই হা জুনসহ অনেকেই। সিরিজটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আইকনস্টার গং ইয়ো।

সিরিজের গল্প এগিয়েছে বেঁচে থাকার প্রতি আগ্রহ হারানো কিছু মানুষ একত্র হয়ে অদ্ভুত এক খেলায় মেতেছেন, সেটা নিয়ে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *