অপুর সঙ্গে কাজে আপত্তি নেই বুবলীর

অপুর সঙ্গে কাজে আপত্তি নেই বুবলীর

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে একসময় দ্বন্দ্বে জড়িয়েছেন সেই সময়ের শীর্ষ নায়িকা অপু বিশ্বাস ও নবাগত শবনম বুবলী। সেসব খবর গণমাধ্যমের শিরোনামও হয়েছে।

তবে কয়েক বছর কাজের পর বেশ পরিণত চিত্রনায়িকা শবনম বুবলী বললেন, অপু বিশ্বাসের সঙ্গে কাজে তাঁর কোনও আপত্তি নেই।

গতকাল সোমবার সন্ধ্যায় সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমার শুটিং সেটে উপস্থিত সাংবাদিকদের অপু বিশ্বাসের সঙ্গে কাজ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘অবশ্যই কাজ করব, কেন করব না? যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি, তখন আমাদের মধ্যে এমন কোনও বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছু চিন্তা করে। এমনও হয় আমাদের যে দেখাও হয় না। আমার কাছে ভালো গল্প এবং প্রোডাকশন হলে সবার সঙ্গেই কাজ করব।’

২০১৬ সালে শাকিব খানের হাত ধরেই রুপালি পর্দায় যাত্রা শুরু হয় সংবাদপাঠিকা শবনম বুবলীর। ক্যারিয়ারের প্রায় সব সিনেমাতেই বুবলীর নায়ক হয়েছেন শাকিব। ১ অক্টোবর প্রথম বার শাকিববিহীন ‘চোখ’ সিনেমা মুক্তি পাচ্ছে বুবলীর। এ সিনেমায় তাঁর নায়ক নিরব হোসেন ও জিয়াউল রোশান।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *