বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রফিকুল ইসলাম ফাহিম নামের এক শিক্ষার্থী । তিনি প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) হাসপাতালে যাওয়ার পথে আনুমানিক সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তিনি মঙ্গলবার বিকেল ৫টায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। পরে লাকসাম জেনারেল মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থীর ছোট ভাই বোরহান উদ্দিন। তিনি জানান, সন্ধ্যার দিকে ফাহিমের হঠাৎ বুকে ব্যথা উঠে। তখন পরিবারের সদস্যরা তাকে দ্রুত লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে ফাহিমের জানাজা সম্পন্ন করার কথা রয়েছে।
এন-কে
Leave a Reply