গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নস্থ হাফেজ নগর কাজী বাড়ির মনির আহমদ সওদাগরের বসত বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।এসময় ডাকাত দল ঘরের সদস্যদের হাত পা বেঁধে নগদ ১ লক্ষ টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।ভুক্তভোগী পরিবার জানায়, বুধবার দিবাগত রাত দেড়টা দিকে ঘরের দরজার থালা ভেঙ্গে আট দশজনের একটি ডাকাত দল তাদের ঘরে হানা দেয়। এসময় ডাকাত দল ঘরের সদস্যদের হাত পা বেঁধে নগদ একলক্ষ টাকা সাথে কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এসময় তারা ঘরের সব জিনিসপত্র তছনছ করে দেয়।ওই এলাকার বাসিন্দা শুভ সিকদার জানান, গতকাল (বুধবার) আমাদের এলাকায় যে ঘটনাটা ঘটেছে এটির তীব্র নিন্দা জানাই। গত ২০/২৫ বছরেও আমাদের এলাকায় এমন ঘটনা ঘটেনি।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, ঘটনার জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply