মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনার খবর পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে আটটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নয়দুয়ার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত গাড়ীর চাপায় ঘটনাস্থলেই লেগুনা চালকের মৃত্যু। এ ঘটনায় লেগুনা চালকের হেলপারকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
২৪ ঘন্টা ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার। তবে তাৎক্ষণিক তিনি নিহতের পরিচয় জানাতে পারেনি।
তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, সোমবার সকালে যাত্রী ভাড়া নেওয়ার উদ্দ্যেশে লেগুনাটি রাস্তায় বের হয়। গাড়িটি মিরসরাই উপজেলার নয়দুয়ার এলাকায় গেলে নষ্ট হয়ে যায়। পরে মহাসড়কের পাশে গাড়িটি দাড় করিয়ে চালক ও হেলপার মেরামতের চেষ্টা করে।
এসময় অজ্ঞাত গাড়ি তাদের দুজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় এবং অপরজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।