মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা নেতা নিহত

মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা নেতা নিহত

সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার জৈষ্ঠ নেতা সালিমুল আবু আহমেদ নিহত হয়েছেন। 

২০ সেপ্টেম্বর সিরিয়ার ইদলিব শহরের কাছে মার্কিন ড্রোন হামলা হয়।  সেই হামলাতেই সালিমুল আবু আহমেদের মৃত্যু হয় বলে জানিয়েছেনন যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা।

ফক্স নিউজের খবরে বলা হয়, সিরিয়ার ইদলিব অঞ্চলে চালানো নানা সন্ত্রাসী হামলার পরিকল্পনায় সালিমুলের হাত ছিল বলে মনে করা হচ্ছে।

এসব হামলা চালানোর জন্য নিহত ওই আল কায়েদা নেতা তহবিল সংগ্রহ এবং পরিকল্পনা করতেন বলেও জানা গেছে।

এদিকে এএনআইয়ের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় সালিম আবু-আহমেদ নিহত হলেও সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আল কায়েদার জঙ্গিদের নিশানা করে ইদলিবে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া আরেক সন্ত্রাসী সংগঠন আইএস এর প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যা করতেও এ অঞ্চলে হামলা চালানো হয়েছে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *