আশির দশক এবং তার পরবর্তী সময়ের তুখোড় ছাত্রনেতা, উচ্চ শিক্ষিত, মেধাবী, মার্জিত, নম্র, ভদ্র, পরহেজগার ত্যাগী এই নেতাটির নাম তসলিম বিন জহুর। মেধা, মনন, রাজনৈতিক কৌশলে শত শত নেতা-কর্মী সৃস্টির কারিগড়, দলের দুঃসময়ে, দূর্দিনে মধ্য ও উত্তর ফটিকছড়ির যে কজন ছাত্রলীগ কর্মী প্রতিপক্ষ ছাত্র সংগঠন জামাত শিবির এবং স্বৈরচার বিরোধী আন্দোলনে নিজের জীবনবাজী রেখে লড়াই সংগ্রাম করেছিলেন তাদের একজন তসলিম বিন জহুর।
তিনি অভিমানীও নন, দলের সাথে কোন্ সময় বেঈমানীও করেন নাই। কোন পদ-পদবীর মোহেও রাজনীতি করেন না। রাজনীতির আবরনে ধান্ধাবাজী, তোষামোদী, গ্রুপিং এসবের উর্ধ্বে থাকা সমাজসেবা, জনসেবা, কল্যানমুলক কাজে নিজেকে নিয়োজিত রেখে আজো রাজনীতিতে সক্রীয় আছেন।
বিএনপি জামায়াত শিবিরের মিথ্যা মামলায় আটক হয়ে চার বারের অধিক কারাবরন করেন তসলিম। তিনি বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ন পদ-পদবীতে থাকা সত্বেও দলীয় প্রভাব খাটিয়ে কোন কাজ করেন নাই এবং আরো ভাল পদবীর জন্য তোলজোড়ও করেননি।তিনি ১৯৮০ সালে হাইদচকিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক, পাইন্দং ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক, নাজির হাট বিশ্ন বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, সাবেক সভাপতি ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি উত্তর জেলা ছাত্রলীগ, সাবেক সিনিয়র সহ-সভাপতি উত্তর জেলা ছাত্রলীগ, সাবেক সিনিয়র সদস্য উত্তর জেলা আহবায়ক কমিঠি, সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ, বর্তমানে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য, এবং প্রাত্তন ছাত্রলীগ পরিষদ ফটিকছড়ি উপজেলার সাধারন সম্পাদক,
এছাড়াও আরো বহু সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও ধর্মীয় সংস্হা ও সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন।ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের অভিজাত ও ঐতিহ্যবাহী তোরাবিয়া বংশের সন্তান তসলিম বিন জহুরের পিতা মরহুম জহুর আহম্মেদ চৌঃ স্বাধীকার, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। রাজনৈতিক পরিমন্ডলে এবং পরিবেশে বেড়ে উঠা তসলিম ভাইয়ের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব কামাল উদ্দিন চৌঃ পাইন্দং ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং আরেক ভাই নাজির হাট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শহীদ মোসলেম উদ্দিন আকবর চৌঃ জামাত শিবিরের হাতে নিহত হন।অর্থবিত্তের মোহে আচ্ছন্ন না থেকে সাদামাঠা সাধারন মানুষের মত জীবন যাপনে অভ্যস্থ গুনী ও মেধাবী এই রাজনৈতিক নেতা এবার পাইন্দং ইউপি নির্বাচনে বাংলাদেশ আওযামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন চান।
Leave a Reply