ব্রাজিলের প্রেসিডেন্টকে অপসারণের দাবিতে বিক্ষোভে হাজারও মানুষ

ব্রাজিলের প্রেসিডেন্টকে অপসারণের দাবিতে বিক্ষোভে হাজারও মানুষ

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে রাস্তায় নেমেছে হাজারও মানুষ। স্থানীয় সময় গতকাল শনিবার ব্রাজিলের ১৬০টির বেশি শহরে এই বিক্ষোভ হয়। বিক্ষোভে বলসোনারোর অপসারণের দাবি জানানো হয়। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্রাজিলের পরবর্তী নির্বাচনের ঠিক এক বছর আগে বিভিন্ন বিরোধী দল এবং ট্রেড ইউনিয়ন এই বিক্ষোভ পরিচালনা করে। এরই মধ্যে জরিপে দেখা গেছে, জনসমর্থনে পিছিয়ে পড়েছেন বলসোনারো।

অ্যাটলাস ইনস্টিটিউটের একটি জরিপে দেখানো হয়েছে, দেশ পরিচালনায় বলসোনারোর সরকারের সক্ষমতা খারাপ অথবা খুব খারাপ মনে করেন ৬১ শতাংশ ব্রাজিলীয়। বলসোনারো যখন ২০১৯ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করেন, তখন তাঁর সরকারের কর্মক্ষমতা খারাপ মনে করতেন ২৩ শতাংশ ব্রাজিলীয়।

করোনা মহামারি মোকাবিলায় প্রেসিডেন্ট বলসোনারোর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ব্রাজিলের অনেক মানুষ। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ছয় লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ভালদো অলিভেইরা নামের এক বিক্ষোভকারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিশ্বের পিছিয়ে থাকা সবকিছুর প্রতিনিধিত্ব করছেন এই প্রেসিডেন্ট (বলসোনারো)। এখানে ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি রয়েছে। আমরা গণতন্ত্র রক্ষার জন্য (আজ) সমবেত হয়েছি।’

এদিকে, ব্রাজিলের সুপ্রিম কোর্ট সম্প্রতি বলসোনারোর বিষয়ে একাধিক তদন্তের অনুমোদন দিয়েছেন।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *