সিলেটে মৃত্যুহীন দিন,নতুন শনাক্ত ১০ করোনা রোগী

আরও একটি মৃত্যুহীন দিন পার করেছে সিলেট বিভাগ। গত চব্বিশ ঘণ্টায় বিভাগটিতে কোনো রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি। রোববার (৩ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও ১০ জনের। যাদের নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৬২৬ জন। আর এ সময়ে নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি। বিভাগে মোট মৃতের সংখ্যা ১ হাজার ১৬৪। প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ১০ জনের মধ্যে ৯ জন সিলেট জেলার বাসিন্দা। বাকি একজন মৌলভীবাজার জেলার।

বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৬২৬ জনের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৬৪৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪০ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৩৩ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১০৮ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সিলেটে ৪৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ৪ জন সুনামগঞ্জের, ৬ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার ১৮ জন রয়েছেন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেলেন ১ হাজার ১৬৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭২ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১০৬ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৭ জন ও মৌলভীবাজারের হাসপাতালে একজন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *